ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সীমান্ত হত্যা : বিচার চেয়ে আইসিজেতে যাওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৭, ২৯ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সীমান্ত হত্যা : বিচার চেয়ে আইসিজেতে যাওয়ার আহ্বান

সীমান্ত হত্যার বিচার পেতে সরকারকে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) বা আন্তর্জাতিক বিচার আদালতে যাওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।

বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান সংগঠনটির সভাপতি এম. হাছিবুল ইসলাম।

হাছিবুল ইসলাম বলেন, ‘ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্তে প্রতিনিয়ত বাংলাদেশিদের পাখির মত গুলি করে হত্যা করছে। এটি কোনভাবেই একটি প্রতিবেশী বন্ধুর আচরণ হতে পারেনা। বিগত ১০ বছরে সীমান্তে তিনশ ৩২ জনকে হত্যা করা হয়েছে। এ বছরের প্রথম ২৩ দিনে বিএসএফের গুলিতে ১০ জন বাংলাদেশি নিহত হয়েছেন।  এটি সুস্পষ্ট মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।’

সীমান্ত হত্যার জন্য বাংলাদেশ সরকারের পররাষ্ট্রনীতিকে দায়ী করেন। সীমান্তে এই নিষ্ঠুরতা বন্ধে ও হত্যার বিচার বাস্তবায়নে আন্তর্জাতিক বিচার আদালতের শরণাপন্ন হতে বাংলাদেশ সরকারকে আহ্বান জানান তিনি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, সংগঠনের মহাসচিব নুরুল করীম আকরাম, সহসভাপতি মুহাম্মাদ আব্দুল জলিল, প্রকাশনা সম্পাদক এইচ এম সাখাওয়াত উল্লাহ প্রমুখ।


ঢাকা/নূর/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়