ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বাজেটে দলিত নারীদের জন্য বরাদ্দ বাড়ানোর দাবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৬, ২৯ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাজেটে দলিত নারীদের জন্য বরাদ্দ বাড়ানোর দাবি

দলিত নারীর আর্থ-সামাজিক উন্নয়নে বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি জানানো হয়েছে।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে দলিত নারী ফোরাম এ দাবি জানিয়েছে।

এসময় দলিত নারী ফোরামের সাধারণ সম্পাদক মনি রানী দাস বলেন, ‘সরকার অনগ্রসর জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে সামাজিক নিরাপত্তা খাতে সুনির্দিষ্ট বরাদ্দ রেখেছে। ২০১৯-২০ অর্থ বছরে বরাদ্দ রাখা হয়েছে ৫৭ কোটি ৮৭ লাখ টাকা। কিন্তু দলিত জনগোষ্ঠীর কোনো সুনির্দিষ্ট পরিসংখ্যান না থাকায় বরাদ্দকৃত টাকা কোন জেলায় কতজনের কাছে পৌঁছায় তার হিসাব পাওয়া যায় না।’

তিনি বলেন, ‘বরাদ্দে দলিত নারীদের উন্নয়নের জন্য সুনির্দিষ্ট খাত নেই। এরমধ্যে ২০১৬-১৭ অর্থ বছর থেকে দলিত শব্দ বাদ দিয়ে অনগ্রসর জনগোষ্ঠীর জন্য বাজেট বরাদ্দ রাখা হচ্ছে। এর ফলে দলিত ছাড়াও অন্যান্য অনগ্রসর জনগেষ্ঠীর জন্য এ বরাদ্দ অর্থ ব্যয় হয়। আগামী জাতীয় বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে স্পষ্টভাবে দলিত জনগোষ্ঠীর জন্য ৫০০ কোটি টাকা রাখার দাবি জানাই। পাশাপাশি দলিত নারীদের আর্থ সামাজিক উন্নয়নে বাজেট বাড়তে হবে।’


ঢাকা/নূর/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়