ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘ভোটের মাঠ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৭, ৩০ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ভোটের মাঠ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনে ভোটের মাঠ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছে। ভোটকে কেন্দ্র করে কোনো ধরনের ঝুঁকি নেই।

বৃহস্পতিবার দুপুরে রাজধানী বিদ্যালয়ের পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভোটের সময় পুলিশ, র‌্যাব, আনসার, বিজিবিসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকে। এবারও তার ব‌্যতয় ঘটেনি। ইসি যেভাবে তাদের মোতায়েন করছে সেভাবে কাজ করছে। বিশৃঙ্খলা এড়াতে ও জনগণ যেন ঠিকমতো ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন‌্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।’

সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, ‘জনগণ পছন্দ অনুযায়ী ভোট দিয়ে প্রার্থীকে বেছে নেবে। তবে প্রত্যেকেই যেন ভোট দিতে পারে তা নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বয় করে কাজ করেছে। এক্ষেত্রে বলপ্রয়োগ বা ভোট কারচুপি হওয়ার কোনো ধরনের আশঙ্কা নেই। সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’

তিনি আরো বলেন, ‘যারা নির্বাচনকে কেন্দ্র করে মাঠ ঘোলাটে করার চেষ্টা করেবে  তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশনের নির্দেশে কঠোর ব্যবস্থা নেবে। এক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’


ঢাকা/মাকসুদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়