ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

স্থায়ী কমিটির ১১তম বৈঠক

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৭, ৩০ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্থায়ী কমিটির ১১তম বৈঠক

একাদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১১তম বৈঠক হয়েছে।

বৃহস্পতিবার কমিটি সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটি সদস্য পরিবেশন, বন ও জলবায়ু মন্ত্রী শাহাব উদ্দিন, উপমন্ত্রী হাবিবুন নাহার, নাজিম উদ্দি আহমেদ, জাফর আলম, রেজাউল করিম বাবলু এবং খোদেজা নাসরিন আক্তার হোসেন বৈঠকে অংশ নেন।

বৈঠকে গ্রীন বাজেটের খসড়া প্রস্তাবনা, দেশের সংরক্ষিত বনঞ্চল দিয়ে বিদ্যুৎ ও সড়ক যোগাযোগ, বন অধিদপ্তরের জনবল কাঠামো ও অন্যান্য দেশের জনবল কাঠামোর বিবেচনায় জলবায়ু ট্রাষ্টের কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে গবেষণা কার্যক্রম ত্বরান্বিত করতে মন্ত্রণায়ে একটি শক্তিশালী রিসার্চ কাঠামো গড়ে তোলার বিষয়ে সুপারিশ করে কমিটি।

এছাড়া কমিটি আগামী বৈঠকে গ্রিন বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা করার সিদ্ধান্ত নেয়। বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন দপ্তর সংস্থার প্রধান এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


ঢাকা/আসাদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়