ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

‘দেশে মাহফিল করতে গেলে আপত্তি আসছে’

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৩, ৩০ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘দেশে মাহফিল করতে গেলে আপত্তি আসছে’

দেশে অন‌্য ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে সামাজিক কর্মকাণ্ড চালালেও মুসলমানরা তাফসির মাহফিল করতে গেলে আপত্তি আসছে বলে অভিযোগ করেছেন বিএনপির এক সংসদ সদস‌্য।

বৃহস্পতিবার জাতীয় সংসদে আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ সদস‌্য হারুন অর রশীদ এ মন্তব্য করেন।

তিনি আরো বলেন, আমরা কয়েকদিন ধরে লক্ষ্য করছি, সংসদে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা বিভিন্ন তাফসির মাহফিলের আলোচনাগুলোকে নিয়ে আপত্তিজনক, অসংলগ্ন কথাবার্তা বলা হচ্ছে। আজকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের লোকজন তাদের সামাজিক কর্মকাণ্ড চালাচ্ছে কিন্তু আমরা আজকে যারা ইসলাম ধর্মালম্বী তারা তাফসির মাহফিল করতে গেলে আপত্তি আসছে। নিষেধাজ্ঞা আসছে। এটা আমাদের মুসলমানদের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে।’

এ সময় সরকারি দলের এমপিরা হৈচৈ করে তার বক্তব্যের প্রতিবাদ করলে তিনি বলেন, ‘আপনারা যদি এরকম করেন তাহলে বিষয়টা আপনাদের বিপক্ষে যাবে। ’


ঢাকা/আসাদ/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়