ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ওয়াজ মাহফিলে বাধা দেয়া হচ্ছে না

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৩, ৩০ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়াজ মাহফিলে বাধা দেয়া হচ্ছে না

ওয়াজ মাহফিলসহ ইসলামী কার্যকলাপে কোনো বাধা সৃষ্টি হচ্ছে না বলে সাফ জানিয়েছেন আওয়ামী লীগের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ।

বৃহস্পতিবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে একথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশে ইসলাম আছে এবং থাকবে। বাংলাদেশে যাতে এটি কার্যকর হয়, এই ব্যবস্থা আমরা করে যাচ্ছি এবং বাংলাদেশ চিরদিনই মুসলিমদের স্বার্থ রক্ষা করে চলবে। ‘

এর আগে বিএনপির সংসদ সদস‌্য অভিযোগ হারুন অর রশীদ করেন, দেশে অন‌্য ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে সামাজিক কর্মকাণ্ড চালালেও মুসলমানরা তাফসির মাহফিল করতে গেলে আপত্তি আসছে, নিষেধাজ্ঞা আসছে।

এর জবাব দিতে গিয়ে আ স ম ফিরোজ আরো বলেন, ‘আমরা যারা আওয়ামী লীগ করি, তারা হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাইকে সমানভাবে সুযোগ দিই। বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়ন, থানা, জেলা লেভেলে সব জায়গায় ওয়াজ নসিহত হচ্ছে, মাহফিল হচ্ছে। সেখানে আল্লাহর রাসূলের কথা বলা হচ্ছে। মানুষকে ইসলামের পথে আসার জন্য দীক্ষা দেয়া হচ্ছে। শুধুমাত্র জামাতিপন্থায় মানুষদের যাতে শিক্ষা দীক্ষা না দেয়, এ দেশটাকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে না পারে, সেটা ঠেকানোর জন্য আমরা অনেক সময় বলে থাকি, এটা যেন না হয়। কিন্তু ইসলামী কার্যকলাপে কোনো বাধার সৃষ্টি হচ্ছে না। সংসদ সদস্য জামায়াতপন্থীদের মতোই সংসদে কিছু কথা বলেছেন। যা বাংলাদেশের ১৬ কোটি মানুষের বিরোধিতা করে। মুষ্টিমেয় কয়েকজন লোক দেশটাকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। আমরা এই বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে রূপান্তরিত করতে চাইনা। আমরা চাই, এই দেশে সত্যিকার অর্থে কোরআন ও নবির ইসলাম কার্যকর হোক। আমরা সেই ব্যবস্থা করে যাচ্ছি। ’

 

ঢাকা/আসাদ/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়