ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

গণপরিবহন চালানোর ঘোষণা মালিক সমিতির

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৬, ১ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গণপরিবহন চালানোর ঘোষণা মালিক সমিতির

আগামীকাল রোববার রাজধানীতে গণপরিবহন চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

শনিবার রাতে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ।

ঢাকা উত্তর- দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে রোববার রাজধানী ঢাকায় সকাল-সন্ধ্যা  হরতালের ঘোষণা দেয় বিএনপি।

এনায়েতুল্লাহ বলেন, বিএনপির হরতাল পালন করার অধিকার রয়েছে তেমনি আমাদেরও যানবাহন চালানোর অধিকার রয়েছে। হরতালে বিএনপি যদি কোনো পরিবহনের ক্ষতি করে তাহলে এ দায়িত্ব তাদের নিতে হবে।

তিনি আরে বলেন, ঢাকার দুই সিটি নির্বাচন সুষ্ঠু হয়েছে। নির্বাচনে অভিযোগ তোলার মতো কারণ নেই। বিএনপির  হরতাল অযৌক্তিক। এর আগেও বিএনপি অযৌক্তিক হরতাল ডেকেছিল। তারা পরিবহন মালিকদের শতকোটি টাকার ক্ষতি করেছে।

 

উল্লেখ্য, দুই সিটি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে ২ ফেব্রুয়ারি সকাল-সন্ধ্যা ঢাকায় হরতাল দিয়েছে বিএনপি।


ঢাকা/ আসাদ/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়