ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নির্বাচনী পোস্টার অপসারণে ধীরগতি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৬, ৩ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নির্বাচনী পোস্টার অপসারণে ধীরগতি

ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের দুই অতিবাহিত হলেও পোস্টার অপসারণে ধীরগতি লক্ষ্য করা গেছে।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মূল সড়কের কিছু কিছু জায়গায় এখনো পোস্টার রয়ে গেছে। এছাড়া বেশিরভাগ গলি সড়কগুলোতে পোস্টার অপসারণে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

ঢাকার দুই সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা অফিস সূত্র জানিয়েছে, বেশি পরিমাণ পোস্টার থাকায় সেগুলো অপসারণে কিছুটা সময় লাগছে। এছাড়া কিছু কিছু এলাকায় পোস্টার অপসারণে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের মনোভাবও বিবেচনায় নেওয়া হচ্ছে। কারণ যেসব প্রার্থী নির্বাচিত হয়েছেন তাদের নেতাকর্মীরা চান না পোস্টারগুলো দ্রুত অপসারণ হোক।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপানা কর্মকর্তা এয়ার কমোডর মো. জাহিদ হোসেন বলেন, গতকাল থেকে আমাদের পোস্টার বর্জ্য অপসারণ কর্যক্রম শুরু হয়েছে। আজও হচ্ছে। তবে একসঙ্গে সব বর্জ্য অপসারণ সম্ভব নয়। কারণ আমাদের লোকবল সংকট রয়েছে। তবে ১০ দিনের মধ্যে সব পোস্টার অপসারণ করা হবে।

এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকেও জানানো হয়েছে, পোস্টার অপসারণে তাদের কার্যক্রম চলছে। এছাড়া ওই সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র আতিকুল ইসলাম দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর বনানী থেকে পোস্টার অপসারণ করবেন বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, দুই সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা শুরুর ১২ দিনে ২ হাজার ৪৭২ টন লেমিনেটেড প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয়েছে বলে জানায় এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো)।

 

ঢাকা/নূর/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়