ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বাংলাদেশিদের ফেরাতে দুই কোটি টাকার বেশি ব‌্যয়

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২১, ৩ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশিদের ফেরাতে দুই কোটি টাকার বেশি ব‌্যয়

করোনাভাইরাস উপদ্রুত চীন থেকে ৩১২ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনতে বিমান পরিবহন বাংলাদেশ সরকারের খরচ হয়েছে ২ কোটি ৩০ লাখ টাকা। 

সোমবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ এ তথ্য জানান।

মন্ত্রণালয় থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে আটকে পরা বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে চীনে বিশেষ বিমান প্রেরণ করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ "রেসকিউ ফেরি ফ্লাইট বিজি-৭০০২" শনিবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে চীনফেরত বাংলাদেশিদেরকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

করোনা ভাইরাস সংক্রামক হওয়া এবং তাতে আক্রান্ত ব্যক্তির উপসর্গ দেখা দিতে ১৪ দিন প্রয়োজন হয়। সেই কারণে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকার আশকোনা হজ ক্যাম্পে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ফেরত বাংলাদেশিদের আবাসনের ব্যবস্থা নেয়া হয়। বর্তমানে তাদের সেখানে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের প্রয়োজনীয় সব কিছু নিয়মিত সরবরাহ করাসহ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে সরকার।  নিযুক্ত ডাক্তারগন তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাসহ সার্বক্ষণিক তত্ত্বাবধান করছেন।


ঢাকা/আসাদ/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়