ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গ্রাহকসেবার মান উন্নয়নে বিআরটিএ’র কর্মশালা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৭, ৭ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গ্রাহকসেবার মান উন্নয়নে বিআরটিএ’র কর্মশালা

বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-৩ এর উদ্যোগে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে গতকাল বৃহস্পতিবার এই কর্মশালার আয়োজন করা হয়।

এতে বিআরটিএতে আগত গ্রাহকদের উন্নত সেবা প্রদান ও দ্রুত সময়ের মধ্যে যানবাহনের নিবন্ধন, মালিকানা বদলি, ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ বিআরটিএ সংশ্লিষ্ট সকল সেবার মান উন্নয়নে কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ দেন বিপিএমআইর পরিচালক প্রকৌশলী মো. মাহবুবুল আলম।

কর্মশালায় বক্তব্য রাখেন বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-৩ এর সহকারী পরিচালক প্রকৌশলী মো. শহিদুল আযম।

তিনি বলেন, সেবা নিতে আসা মানুষদের দ্রুত সময়ের মধ্যে সেবা দিতে আমরা বদ্ধপরিকর। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে বিআরটিএর প্রত্যেকটি কর্মকর্তা-কর্মচারীরা নিরলসভাবে কাজ করে যাবে।


ঢাকা/হাসান/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়