ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নৌবাহিনীর সহায়তা পেলো টিএন্ডটি বস্তিবাসী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১০, ১০ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নৌবাহিনীর সহায়তা পেলো টিএন্ডটি বস্তিবাসী

বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ (বানৌপকস) ঢাকা শাখার উদ্যোগে বনানীর টিএন্ডটি বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের কম্বল ও খাবার বিতরণ করেছে।

সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়েছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুঃস্থ পরিবারগুলোর হাতে নৌ পরিবার কল্যাণ সংঘের পক্ষ থেকে এসব কম্বল ও খাবার তুলে দেওয়া হয়।

ত্রাণসামগ্রী বিতরণকালে নৌবাহিনীর পক্ষ থেকে ঢাকা নৌ অঞ্চলের বানৌজা হাজী মহসিনের অধিনায়ক, বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং রাজধানীর ১৯ ও ২০ নং ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার উপস্থিত ছিলেন।

গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) গভীর রাতে বনানী টিএন্ডটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় দুই শতাধিক ঘর পুড়ে যায় এবং চারশতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়।

সহায় সম্বলহীন প্রায় দুই হাজার দুঃস্থ শীতার্ত মানুষদের দুর্ভোগ মোকাবেলায় সহযোগীতার হাত বাড়াতেই নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ এ উদ্যোগ গ্রহণ করে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


ঢাকা/হাসান/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়