ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘বসন্ত বরণে অপরূপ রূপে সেজেছে প্রকৃতি’

সংসদ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৫, ১৫ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বসন্ত বরণে অপরূপ রূপে সেজেছে প্রকৃতি’

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে প্রকৃতি অপরূপ রূপে সেজেছে।

শনিবার জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বারস ক্লাব আয়োজিত বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব‌্যে তিন‌ি এ কথা বলেন।

তি‌নি ব‌লেন, ‘বাংলাদেশ ষড়ঋতুর দেশ। ঋতুচক্রে আবর্তিত হয়ে এসেছে বসন্ত। ফুল ফুটেছে, পাখি গাইছে, ঋতুরাজ বসন্তকে বরণে প্রকৃতি সেজেছে অপরূপ রূপে। পার্লামেন্ট মেম্বারস ক্লাব বসন্তকে বরণ করে নিচ্ছে। বসন্ত সকলের জীবনে কল্যাণ বয়ে নিয়ে আসুক।’

শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় সংসদের চিফ হুইপ ও পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সভাপতি নূর-ই-আলম চৌধুরী এবং পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সাধারণ সম্পাদক এ বি এম তাজুল ইসলাম এমপি।

অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো. ফজলে রাব্বী মিয়া, জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি, হুইপ সামশুল হক চৌধুরী, বসন্ত বরণ উদযাপন কমিটির আহ্বায়ক অপরাজিতা হক এমপি, জাতীয় সংসদের হুইপবৃন্দ, জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভাপতিবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট সিনিয়র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে স্পিকার বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এরপর তিনি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।                                                                       


ঢাকা/আসাদ/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়