ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইনের খসড়া অনুমোদন

সচিবালয় প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৮, ১৭ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইনের খসড়া অনুমোদন

ফাইল ফটো

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন ২০২০ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনু‌মোদন দেয় মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব ক‌রেন।

বৈঠক শেষে সচিবালয়ে এক সংবাদ সম্ম‌লন‌ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ‌্য জানান।

তিনি বলেন, ‘১৯৭৭ সালে শেরইবাংলা নগরে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসাবে ঢাকা শিশু হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। এ শিশু হাসপাতালের কর্মকাণ্ড এবং বিভিন্ন বিষয়াদি নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানের বিধান সম্বলিত কোনো স্বয়ংসম্পূর্ণ আইন বা অধ্যাদেশ নেই। তাই হাসপাতালটি সুষ্ঠুভাবে পরিচালনার কর‌তে এ আইনটি করা হ‌য়ে‌ছে।’

সচিব বলেন, ‘‘ঢাকা শিশু হাসপাতাল ও বাংলাদেশ শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটকে একীভূত করে ২১টি ধারা সম্বলিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইনের খসড়া প্রণয়ন করা হয়েছে। এ আইন অনুযায়ী ইনস্টিটিউটের সুষ্ঠু পরিচালনা ও প্রশাসন সার্বিকভাবে একটি ব্যবস্থাপনা বোর্ডের ওপর ন্যস্ত থাকবে।

চেয়ারম্যানসহ ১২ সদস্যের ব্যবস্থাপনা বোর্ড গঠিত হবে। চেয়ারম‌্যান সরকার কর্তৃক নি‌য়োগ হ‌বে। বোর্ডের চেয়ারম্যান ও মনোনীত সদস্যরা তাদের মনোনয়নের তারিখ থেকে তিন বছরের জন্য বহাল থাকবেন।”

এক প্রশ্নে তি‌নি ব‌লেন, ‘এ আই‌নের ধারা ঢাকা শিশু হাসপাতাল পরিচালিত হলে উন্নত চিকিৎসাসেবা সে‌বা পাব‌ে শিশুরা।’


ঢাকা/আসাদ/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়