ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আচরণবিধি মেনে চলার আহ্বান

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০১, ১৯ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আচরণবিধি মেনে চলার আহ্বান

আসন্ন ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে সব প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন।

বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউ (ইটিআই) ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান তিনি।

রিটার্নিং কর্মকর্তা বলেন, ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে অংশ নিতে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যারা প্রার্থী হবেন, তাদের প্রতি আমার আহ্বান, আপনারা সবাই নির্বাচনী আচরণবিধি মেনে চলবেন।

প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেয়ার সময় আচরণবিধি ভঙ্গ করেছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, তারা আমার কাছে যখন মনোনয়নপত্র জমা দিয়েছেন, তখন পাঁচজনই ছিলেন। বেশি আসেননি। কাজেই আচরণবিধি ভঙ্গ হয়নি।

তফসিল অনুযায়ী, এ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৩ ফেব্রুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২৯ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ ১ মার্চ। ভোটগ্রহণ করা হবে আগামী ২১ মার্চ।


ঢাকা/হাসিবুল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়