ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘দেশের উন্নয়নের বিষয়ে সমঝোতা করা যাবে না’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৩, ১৯ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘দেশের উন্নয়নের বিষয়ে সমঝোতা করা যাবে না’

দেশের উন্নয়নের বিষয়ে সমঝোতা করা হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

তিনি ব‌লে‌ন, ‘‘দেশের উন্নয়নের বিষয়ে কোনো কমপ্রোমাইজ করা যাবে না। কারণ দেশ ক্ষতিগ্রস্ত হলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হবো। এই জায়গায় আমরা যেন কোনো ধরনের সমঝোতা না করি।’’

বুধবার রাজধানীর প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)’র সম্মেলনকক্ষে ‘শেখ হাসিনার দশ উদ্যোগ এবং উন্নয়ন সাংবাদিকতা’ শীর্ষক সাংবাদিক প্রশিক্ষণ বিষয়ক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

মন্ত্রী বলেন, ‘‘কোনো সরকারি নীতি কারো কাছে সঠিক মনে নাও হতে পারে, কিন্তু সাংবাদিকসহ সকলে একমত হবেন যে- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের নেয়া উন্নয়নমূলক উদ্যোগগুলো দেশের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র মানুষের জীবনে জাদুকরী পরিবর্তন এনেছে। তার (প্রধানমন্ত্রী) ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্প দেশের প্রায় দেড় কোটি মানুষের জীবনে পরিবর্তন এনেছে।’’

তিনি আর‌ো বলেন, ‘‘অনেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পছন্দ নাও করতে পারেন, কিন্তু তিনি দেশকে যে উন্নতির দিকে এগিয়ে নিয়ে গেছেন; তা তার কট্টর সমালোচকরাও অস্বীকার করতে পারবেন না।’’

তাজুল ইসলাম বলেন, সাংবাদিকরা তাদের নিউজের মাধ্যমে যেমন দেশকে এগিয়ে নিতে পারেন, আবার তেমনি পিছিয়েও দিতে পারে। মহান মুক্তিযুদ্ধের পর কিছু গণমাধ্যমের ভূমিকা যে দেশের ব্যাপক ক্ষতি করেছিল,  সে বিষয়ে কারো সন্দেহ নেই। তাই সরকারের উন্নয়নমূলক প্রকল্পের প্রতি দেশের মানুষের আস্থা ও বিশ্বাস অটুট রাখতে গণমাধ্যমকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক মো. মফিজুর রহমান।


ঢাকা/আসাদ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়