ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ভারতে রপ্তানি: বাংলাদেশি পণ‌্যের তালিকা বড় হচ্ছে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২১, ২০ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতে রপ্তানি: বাংলাদেশি পণ‌্যের তালিকা বড় হচ্ছে

বিএসটিআইয়ের পরীক্ষা মানে উত্তীর্ণ হওয়ার পর কারিগরি বাধা কেটে যাওয়ায় ভারতে আরো কয়েক ধরনের বাংলাদেশি পণ‌্যের রপ্তানির সুযোগ তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. গওহর রিজভী এ কথা জানিয়েছেন, তবে সেদেশে নতুন কী কী পণ‌্য যাবে, সে বিষয়ে কিছু বলেননি।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ‌্যান্ড টেস্টিং ইন্সটিটিউশনের (বিএসটিআই) প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ বিষয়ে কথা বলেন।

গওহর রিজভী বলেন, রপ্তানি বাণিজ্য বৃদ্ধিতে যেসকল কারিগরি বাধা রয়েছে, তা দূরীকরণে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছে। ইতোমধ্যে ভারতের বাজারে বিএসটিআই’র পরীক্ষণ সনদ পাওয়ায় ২১টি পণ্য বিনা বাধায় সে দেশের বাজারে রপ্তানি সুযোগ সৃষ্টি করা হয়েছে। আরো ১২টি পণ্যের বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। পর্যায়ক্রমে বিএসটিআই হতে পরীক্ষিত সকল পণ্যের ক্ষেত্রে যাতে এ সুযোগ সৃষ্টি করা যায়, সে বিষয়ে সরকার কাজ করছে।

গওহর রিজভী বিএসটিআই প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

মতবিনিময় সভা শেষে তিনি বিএসটিআই’র বিভিন্ন ল্যাবরেটরি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।


ঢাকা/হাসিবুল/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়