ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

একুশে ফেব্রুয়ারিতে বইমেলা শুরু হবে সকাল ৮টায়

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২০, ২০ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
একুশে ফেব্রুয়ারিতে বইমেলা শুরু হবে সকাল ৮টায়

আগামীকাল ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকাল ৮টা থেকে শুরু হয়ে রাত সাড়ে ৮টা পর্যন্ত খোলা থাকবে অমর একুশে বইমেলা।

লেখক, দর্শনার্থী ও বইপ্রেমীদের কথা মাথায় রেখে আগেই এ বিষয়ে উদ্যোগ নিয়েছে মেলা কর্তৃপক্ষ।

ইতিমধ্যেই লেখক, দর্শনার্থী ও বইপ্রেমীদের পদচারণায় জমজমাট হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। অন্যান্য সময়ে প্রতিদিন  বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকলেও ছুটির দিন মেলা চলে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি সকাল ৮টায় শুরু হবে মেলা। চলবে রাত ৮টা পর্যন্ত।

প্রতিদিন বিকেল ৪টায় মেলার মূল মঞ্চে সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে জাতির পিতাকে নিয়ে ২৫টি বই প্রকাশ করেছে বাংলা একাডেমি। নতুন এসব বই নিয়েও আলোচনা হচ্ছে মঞ্চে। এছাড়াও প্রতিদিন সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।


ঢাকা/ইয়ামিন/নাসিম 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়