ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

আদিবাসী ভাষায় প্রাথমিক শিক্ষা চালুর দাবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৩, ২১ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আদিবাসী ভাষায় প্রাথমিক শিক্ষা চালুর দাবি

সকল আদিবাসী ভাষাসমূহের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালু করার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ।তাদের দাবি, আদিবাসীদের জন্য সরকার মাতৃভাষায়

পাঠের উদ্যোগ নিলেও সেটির বাস্তবায়ন দেখা যাচ্ছে না। আমরা চাই প্রাথমিক স্তর থেকেই আমাদের মাতৃভাষায় পাঠের ব্যবস্থা করা হোক। মাতৃভাষা দিবসে এটাই তাদের দাবি।

শুক্রবার প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে এসে এ দাবি সংবলিত ব্যানার তুলে ধরে সংগঠনটি।

তারা বলেন, ‘সরকার আমাদের নানা সুযোগের কথা বললেও সেগুলোর সঠিক বাস্তবায়ন আমরা সব ক্ষেত্রে দেখি না। মাতৃভাষায় পাঠের উদ্যোগ সরকার অনেক আগে দিয়েছিল কিন্তু সেগুলো বাস্তবায়ন নেই। আমরা চাই আমাদের মাতৃভাষায় পড়তে। সে ভাষায় সবকিছু চর্চা করতে। কিন্তু এর সঠিক বাস্তবায়ন না থাকায় অনেকটা বাধ্য হয়েই মাতৃভাষার বাইরে পাঠ করতে হয়।’


ঢাকা/ইয়ামিন/মামুন খান/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়