ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

দাপ্তরিক কাজে বাংলা ব‌্যবহারের আহ্বান

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৬, ২৩ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দাপ্তরিক কাজে বাংলা ব‌্যবহারের আহ্বান

দাপ্তরিক কাজে বাংলা ভাষা ব‌্যবহারের আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

রোববার বিকেলে রাজধানীর পরিকল্পনা কমিশনের এনইসি মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের উদ্দেশে এম এ মান্নান বলেন, সবার কাছে অনুরোধ করব, দৈনন্দিন কাজে, দাপ্তরিক কাজে বাংলা ভাষা ব্যবহার করার জন্য। তাই বলে ইংরেজিকে অবহেলা করতে বলছি না।

পরিকল্পনা কমিশনের সচিব নুরুল আমিনের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী, পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য শামীমা নার্গিস প্রমুখ।


ঢাকা/হাসিবুল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়