ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জীবন্ত কিংবদন্তী তোফায়েল আহমেদ: স্পিকার

সংসদ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২২, ২৩ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জীবন্ত কিংবদন্তী তোফায়েল আহমেদ: স্পিকার

জাতির পিতাকে বঙ্গবন্ধু উপাধি দিয়ে তোফায়েল আহমেদ জীবন্ত কিংবদন্তী হয়ে দ‌্যুতি ছড়াচ্ছেন বলে মন্তব‌্য করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ‘বঙ্গবন্ধু’ উপাধি লাভের দিনকে স্মরণ করে আয়োজিত আলোচনা সভায় তি‌নি এ কথা বলেন।

রোববার জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার বলেন, ‘বঙ্গবন্ধু বাঙালির পরম বন্ধু। জাতির পিতা শেখ মুজিবকে “বঙ্গবন্ধু” উপাধিতে ভূষিত করে জীবন্ত কিংবদন্তী তোফায়েল আহমেদ ইতিহাসের সাক্ষী হয়ে দ্যুতি ছড়াচ্ছেন, যা জাতির জন্য গর্বের।’

স্পিকার বলেন, '৬৯ এর ২৩ ফেব্রুয়ারি "বঙ্গবন্ধু" উপাধি এবং '৭২ এর ১০ জানুয়ারী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন বাঙালি জাতির জন্য দুইটি মাইলফলক।’

অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বর্ষীয়ান রাজনীতিবিদ, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ।


ঢাকা/আসাদ/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়