ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

দেশে নারীদের খবর দেখার প্রবণতা কমছে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২১, ২৪ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দেশে নারীদের খবর দেখার প্রবণতা কমছে

বাড়িতে টেলিভিশন বাড়লেও নারীদের খবর দেখার আগ্রহ কমছে। এছাড়া পত্রিকা ও ম্যাগাজিনেও আগ্রহ কমছে নারীদের।

মাল্টিপুল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে ২০১৯ প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর মিলনায়তনে এই রিপোর্ট প্রকাশ করা হয়।

প্রতিবেদন থেকে দেখা গেছে, ২০১২-১৩ সালে ১৫ থেকে ৪৯ বয়সী নারীদের মধ্যে পত্রিকা, রেডিও ও ম্যাগাজিনে আগ্রহের হার ছিল ১ দশমিক ৬ শতাংশ। বর্তমানে তা কমে হয়েছে শূন্য দশমিক ৬ শতাংশ।  বাসা বাড়িতে রেডিও বিলুপ্তির পথে। বর্তমানে শুন্য দশমিক ৬ শতাংশ বাড়িতে রেডিও আছে যা ছয় বছর আগে ছিল ৩ দশমিক ৯ শতাংশ।

তবে বাসা বাড়িতে টেলিভিশন বাড়লেও নিউজ দেখার প্রবণতা নেই। টেলিভিশনে নারীরা খবর বাদ দিয়ে নাটক বিনোদন বেশি দেখছেন। ছয় বছর আগে শতকরা ৩৭ দশমিক ৭ শতাংশ পরিবারে টেলিভিশন থাকলে বর্তমানে এই হার বেড়ে দাড়িয়েছে ৫০ দশমিক ৬ শতাংশে। 

নারীদের মধ্যে উচ্চ শিক্ষার হার বাড়ছে। বর্তমানে ৮৮ দশমিক ৭ শতাংশ নারী যেকোনো স্টেটমেন্ট পড়তে পারেন। ছয় বছর আগে এই হার ছিল ৮২ শতাংশ।

এছাড়া বিদ্যুতের চাহিদা বাড়ছে। ২০১২-১৩ সালে ৬১ দশমিক ৫ শতাংশ বাড়িতে বিদ্যুতের সুবিধা ছিল এখন এই হার বেড়ে হয়েছে ৯২ দশমিক ২ শতাংশ।

প্রতিবেদনে প্রকাশ অনুষ্ঠানে বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিবিএস সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী,  বিবিএস উপ মহাপরিচালক ঘোষ সুব্রত প্রমুখ।

 

ঢাকা/হাসিবুল/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়