ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

খরচ বাড়িয়ে হজ প‌্যাকেজ অনুমোদন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২০, ২৪ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খরচ বাড়িয়ে হজ প‌্যাকেজ অনুমোদন

গত বছরের চেয়ে খরচ বাড়িয়ে ‘হজ প্যাকেজ ২০২০’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এবার চারটি হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এসবের মধ্যে তিনটি সরকারি ব‌্যবস্থাপনায়। একটি বেসরকারি ব‌্যবস্থাপনায়। সরকারি ব‌্যবস্থাপনায় এবার নতুন একটি হজ প‌্যাকেজ যুক্ত করা রয়েছে।

সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এসব হজ প‌্যাকেজের খসড়া অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ এ মোট ৪ লাখ ২৫ হাজার টাকা খরচ ধরা হয়েছে, যা গত বছরের চেয়ে সাড়ে ৬ হাজার টাকা বেশি। প্যাকেজ-২ এ মোট খরচ ধরা হয়েছে ৩ লাখ ৬০ হাজার টাকা, যা গত বছরের চেয়ে ১৬ হাজার টাকা বেশি। এবার সরকারি ব‌্যবস্থাপনায় প্যাকেজ-৩ নির্ধারণ করা হয়েছে। এতে খরচ ধরা হয়েছে ৩ লাখ ১৫ হাজার টাকা। এ বছরই প্যাকেজটি প্রথম করা হয়েছে।

খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, বেসরকারি ব্যবস্থাপনায় ৩ লাখ ৫৮ আজার টাকার প্যাকেজ প্রস্তাব করা হয়েছে। এজেন্সিগুলো সরকারি প্যাকেজের সঙ্গে সামঞ্জস্য রেখে একাধিক প্যাকেজ ঘোষণা করতে পারবে।

 

ঢাকা/নঈমুদ্দীন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়