ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

ডিজিএফআইয়ের ডিজি হলেন মেজর জেনারেল সাইফুল আলম

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৯, ২৫ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডিজিএফআইয়ের ডিজি হলেন মেজর জেনারেল সাইফুল আলম

বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল মো. সাইফুল আলম। তিনি বগুড়ায় একাদশ পদাতিক ডিভিশনের নেতৃত্বে ছিলেন।

সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয় সেনাবাহিনীর বিভিন্ন পদে বদলির এই আদেশ জারি করে।

এতে ডিজিএফআই মহাপরিচালকসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে।

মেজর জেনারেল মো. সাইফুল আলম বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মো. সাইফুল আবেদীনের স্থলাভিষিক্ত হচ্ছেন। মেজর জেনারেল সাইফুল আবেদীন সাভারের নবম পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এছাড়া, সাভারের জিওসি হিসেবে দায়িত্ব পালন করে আসা মেজর জেনারেল আকবর হোসেন মিরপুরে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ‌্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কমান্ড্যান্টের দায়িত্ব পেয়েছেন। সেখানে তিনি মেজর জেনারেল এনায়েত উল্লাহর স্থলাভিষিক্ত হচ্ছেন।

মেজর জেনারেল এনায়েত উল্লাহকে সেনা সদর দপ্তরে পাঠানো হয়েছে অ্যাডজুট্যান্ট জেনারেলের দায়িত্ব দিয়ে। ওই পদে এতদিন দায়িত্ব পালন করে আসা মেজর জেনারেল হুমায়ুন কবির যশোরে সেনাবাহিনীর ৫৫তম পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্ব পেয়েছেন।

 

ঢাকা/হাসান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়