ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শহীদ শহীদুল ইসলাম চুন্নুর স্মৃতি স্মারকে ছাত্রলীগের শ্রদ্ধা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৫, ২৫ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শহীদ শহীদুল ইসলাম চুন্নুর স্মৃতি স্মারকে ছাত্রলীগের শ্রদ্ধা

নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ ছাত্রনেতা শহীদুল ইসলাম চুন্নুর  স্মৃতি স্মারকে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে শহীদ শহীদুল ইসলাম চুন্নু স্মৃতি স্মারকে  বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোল্লা মোঃ আবু কাওছার, ডাকসুর পরিবহন সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শামস-ঈ-নোমান, ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাহিত্য সম্পাদক আসিফ তালুকদার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহান, ডাকসু সদস্য তিলোত্তমা শিকদার, ডাকসু সদস্য ফরিদা পারভীন, ডাকসুর হল সংসদের নেতৃবৃন্দ সহ বিশ্ববিদ্যালয়, হল ও বিভিন্ন ইউনিট ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১৯৯০ সালের ২৫ ফেব্রুয়ারি স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদুল ইসলাম চুন্নু শহীদ হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।


ঢাকা/পারভেজ/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়