ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

এপ্রিলে কম্বোডিয়ায় উদ্বোধন হবে ‌'বঙ্গবন্ধু সড়ক'

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩০, ২৬ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এপ্রিলে কম্বোডিয়ায় উদ্বোধন হবে ‌'বঙ্গবন্ধু সড়ক'

কম্বোডিয়ার রাজধানী নমপেনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হচ্ছে। চলতি বছরের এপ্রিলের মাঝামাঝিতে এটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

বুধবার বারিধারায় কম্বোডিয়ার স্থপতি প্রয়াত রাজা ‘নরোদম সিহানুক’-এর নামে সড়কের আনুষ্ঠানিক উদ্বোধনের সময় দেশটির প্রতিনিধি দল এ তথ্য জানায়।

তারা জানান, সব কিছু ঠিক থাকলে এপ্রিলের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নমপেনের প্রধান সড়কটির (৩৩৭ নম্বর) নামকরণের প্রক্রিয়া সম্পন্ন হবে এবং এপ্রিলের মাঝামাঝিতে এটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

প্রায় আড়াই বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কম্বোডিয়া সফরে দেশটির রাজধানী নমপেনের প্রধান সড়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এবং ঢাকার কূটনৈতিক এলাকার পার্ক রোড রাজা নরোদম সিহানুকের নামে করার সিদ্ধান্ত হয়। ২০১৪ সালে কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফরের ফিরতি সফর হিসেবে ’১৭ সালে বাংলাদেশের সরকার প্রধান নমপেন সফর করেন।

এর মধ্যে আজ বুধবার বারিধারার ‘পার্ক রোড’ ‘কিং নরোদম সিহানুক রোড’ হিসেবে উদ্বোধন করা হয়েছে।


ঢাকা/হাসান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়