ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মোদীর সফর : ঢাকায় আসছেন ভারতীয় পররাষ্ট্র সচিব

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০২, ২৬ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মোদীর সফর : ঢাকায় আসছেন ভারতীয় পররাষ্ট্র সচিব

ফাইল ফটো

১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসতে পারেন ভারতের নরেন্দ্র মোদী। এই সফরকে সামনে রেখে ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ১ মার্চ তিনি দুইদিনের সফরে ঢাকায় আসছেন। ২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য বৈঠক করবেন তিনি। এ সফরে নরেন্দ্র মোদীর ঢাকা সফর সূচি চূড়ান্ত করা হবে।

একই দিন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গেও বৈঠক করবেন শ্রিংলা। ঢাকা সফরে ২ মার্চ ‘বাংলাদেশ ও ভারত : একটি প্রতিশ্রুতিবদ্ধ ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারেও যোগ দেবেন তিনি।

রীভা দাশ গাঙ্গুলীর আগে হর্ষবর্ধন শ্রিংলা ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এই অভিজ্ঞ কূটনীতিক এরপর গতবছরের জানুয়ারিতে রাষ্ট্রদূত হিসেবে যুক্তরাষ্ট্রের ভারত দূতাবাসে যোগ দেন। এরপর তাকে পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেয় দেশটির সরকার।

পররাষ্ট্র সচিব হিসেবে প্রথমবারের মতো ঢাকায় আসছেন তিনি।


ঢাকা/হাসান/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়