ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভোটার দিবস ২ মার্চ, ব্যাপক আয়োজন ইসির

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৩, ২৭ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভোটার দিবস ২ মার্চ, ব্যাপক আয়োজন ইসির

আগামী ২ মার্চ দেশব্যাপী উদযাপিত হবে ভোটার দিবস। এবারের প্রতিপাদ্য 'ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব'।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোটার দিবসকে কেন্দ্র করে নির্বাচন কমিশন নানা উদ্যোগ নিয়েছে। ওই দিন সকাল ৮টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে একটি র‍্যালি বের করা হবে, যা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে গিয়ে শেষ হবে।

বিকেল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা হবে। এতে প্রধান অতিথি থাকবেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আনিসুল হক। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, মাহবুব তালুকদার, কবিতা খানম ও শাহাদাত হোসেন চৌধুরী। আলোচনা সভায় ১০ মিনিটের একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।

ভোটার দিবসে স্মার্ট কার্ড-বিষয়ক অ্যাপস উদ্বোধন করা হবে। কিছু নতুন ভোটারের হাতে স্মার্ট কার্ড তুলে দেবেন প্রধান নির্বাচন কমিশনার।

 

ঢাকা/হাসিবুল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়