ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নতুন ভোটাররা এনআইডি পাবেন ২ মার্চ থেকে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৮, ২৮ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নতুন ভোটাররা এনআইডি পাবেন ২ মার্চ থেকে

ফাইল ফটো

আগামী ২ মার্চ ভোটার দিবস ও ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ কার্যক্রম হাতে নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে আগামী ২ মার্চ নতুন ভোটারদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সরবরাহ শুরু করবে ইসি। সীমিত আকারে এই কার্যক্রম শুরু হলেও ধীরে ধীরে তা বাড়বে। নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

এছাড়া মুজিববর্ষ উপলক্ষে জেলা পর্যায়ে পরিচয়পত্র সেবা সহজ করার জন্যও মাঠ পর্যায়ে নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

ভোটার দিবস উদযাপন উপলক্ষে সারাদেশে ব্যাপক অনুষ্ঠান সূচির আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে একই দিনে ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করা হবে।

ইসি সূত্র জানায়, নতুন নিবন্ধিত নাগরিকদের পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র মুদ্রণের জন্য জেলা নির্বাচন অফিসে প্রয়োজনীয় লিংক প্রদান করা হয়েছে। উক্ত লিংকের মাধ্যমে জাতীয় ভোটার দিবস উপলক্ষে এবারের হালনাগাদ ভোটার তালিকা হতে অর্থাৎ ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।




ঢাকা/হাসিবুল/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়