ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনায় আক্রান্ত আমিরাতে বাংলাদেশির অবস্থা স্থিতিশীল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৬, ২৮ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনায় আক্রান্ত আমিরাতে বাংলাদেশির অবস্থা স্থিতিশীল

আরব আমিরাতে করোনায় আক্রান্ত বাংলাদেশির অবস্থা স্থিতিশীল রয়েছে।

শুক্রবার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ‌্য জানিয়েছেন।

তিনি জানান, সংযুক্ত আরব আমিরাতে মোট ১৩ জন কোভিট-১৯ আক্রান্ত। সেখানে বাংলাদেশের একজন নাগরিক আক্রান্তের খবর পাওয়া গেছে। তার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও আমিরাতে বাংলাদেশ দূতাবাসের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

তিনি জানান, এদিকে দিল্লিতে উহান থেকে আসা ২৩ জন বাংলাদেশি দিল্লি থেকে ৪০ মাইল দূরে এক কোয়ারেন্টিনে আছেন।

উল্লেখ‌্য, এখন পর্যন্ত বিশ্বে ৮২২৯৪ জন কোভিট-১৯ এ আক্রান্ত। এর মধ্যে চীনে আক্রান্ত রোগীর সংখ্যা ৭৮৬৩০ জন। আক্রান্তদের মধ্যে ২৮০৪ জনের মৃত‌্যু হয়েছে।


ঢাকা/সাওন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়