ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সাড়ে তিন লাখ বিদেশফেরত যাত্রীকে পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৭, ২৮ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাড়ে তিন লাখ বিদেশফেরত যাত্রীকে পরীক্ষা

করোনা ভাইরাস (কোভিড-১৯) রোধে এ পর্যন্ত দেশের বাইরে থেকে আসা তিন লাখ ৬৭ হাজার ৪১ জন যাত্রীর স্বাস্থ‌্য পরীক্ষা করা হয়েছে।

শুক্রবার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়।

শুধু শুক্রবারই স্ক্রিনিং করা হয়েছে ১৫ হাজার ৬২৩ জন যাত্রীকে। তবে এখন পর্যন্ত বাংলাদেশে কোনো করোনার রোগী শনাক্ত হয়নি।

আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, আইইডিসিআর-এর ভাইরোলজি ল্যাবরেটরিতে সন্দেহ থেকে অনেকের রক্ত ও লালার নমুনা পরীক্ষা করা হলেও কোভিড-১৯ আক্রান্ত কাউকে পাওয়া যায় নি।

তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালনায় আন্তর্জাতিক বিমান বন্দরসমূহ, সমুদ্র বন্দরমূহ, স্থল বন্দরসমূহে বিদেশ থেকে আগত সকল যাত্রীর তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে।

প্রসঙ্গত, এখন পর্যন্ত বিশ্বে ৮২ হাজার ২৯৪ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে। এর মধ্যে চীনে আক্রান্ত রোগীর সংখ্যা ৭৮ হাজার ৬৩০ জন। সারাবিশ্বে আক্রান্তদের মধ্যে ২ হাজার ৮০৪ জনের মৃত‌্যু হয়েছে।


ঢাকা/সাওন/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়