ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

থাকছে না আর ‘অমর একুশে গ্রন্থমেলা’!  

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৬, ২৮ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
থাকছে না আর ‘অমর একুশে গ্রন্থমেলা’!  

বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলার নাম পরিবর্তন হয়ে অমর একুশে বইমেলা হতে পারে বলে জানিয়েছেন মেলার নকশা পরিকল্পনাকারী খ্যাতিমান স্থপতি এনামুল করিম নির্ঝর।

দুই বছর ধরে গ্রন্থমেলার কাজে যুক্ত এনামুল করিম নির্ঝর রাইজিংবিডিকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের গ্রন্থমেলা উদ্বোধনকালে বলেছিলেন, ‘অমর একুশে গ্রন্থমেলার পরিবর্তে অমর একুশে বইমেলা কথাটি শুনতে অনেকটা আন্তরিক শোনা যায়। আমরাও বিষয়টি মাথায় রেখে আগামী বছরের নকশা করতে চাই। তবে সেটি এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। হলে আপনারা জানতে পারবেন।’

তিনি বলেন, ‘সময়ের পরিবর্তনের সাথে সাথে গ্রন্থমেলার পরিসর থেকে শুরু করে সবকিছুরই পরিবর্তন হচ্ছে। ডিজাইন পরিবর্তন হচ্ছে। আগে একসময়ে লোগো ছিল না। এখন সেটি হচ্ছে। এগুলো সবই আসলে সময়ের চাহিদা। নাম পরিবর্তনের বিষয়টি সিদ্ধান্ত নেবে বাংলা একাডেমি। যেহেতু প্রধানমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেছেন, সেহেতু আশা করছি, হয়তো আগামীতে অমর একুশে বইমেলা নামেই লোগো তৈরি হবে।’

এ বিষয়ে জানতে চাইলে বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী বলেন, ‘আমাদের এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’


ইয়ামিন/সাজেদ/সাইফ/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়