ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভোট না দিতে পারা ভোটারদের ব্যর্থতা : ইসি কবিতা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৮, ২ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভোট না দিতে পারা ভোটারদের ব্যর্থতা : ইসি কবিতা

নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, বিভিন্ন সময় ভোট দিতে গিয়ে যারা ভোট দিতে পারেননি সেটা তাদের ব্যর্থতা।

সোমবার সকালে ভোটার দিবসের র‌্যালি শেষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে তিনি এ কথা বলেন।

কবিতা খানম বলেন, ‘জাতীয় সংসদ, সিটি করপোরেশন এবং স্থানীয় সরকার নির্বাচনে যারা ভোট দিতে গিয়ে দিতে পারেননি, এটা তাদের ব্যর্থতা।’

তিনি বলেন, ‘‘আমাদের এবারের জাতীয় ভোটার দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’। ভোট দেওয়া নিজের অধিকার৷ তাই নিজের অধিকারকে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে হয়। অন্য কেউ এসে আপনার অধিকারকে প্রতিষ্ঠা করে দেবে না। ’’

এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

 

ঢাকা/হাসিবুল/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়