ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

হজযাত্রীদের জন্য পাসপোর্ট অফিসে হেল্পডেস্ক স্থাপনে চিঠি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩০, ২ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হজযাত্রীদের জন্য পাসপোর্ট অফিসে হেল্পডেস্ক স্থাপনে চিঠি

এবারের হজযাত্রীদের জন্য দেশের সব আঞ্চলিক পাসপোর্ট অফিসে একটি করে হেল্পডেস্ক স্থাপনের অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবুল কাশেম মো. শাহীনের স্বাক্ষরে সম্প্রতি ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কাছে এ চিঠি দেয়া হয়।

হজযাত্রীদের পাসপোর্টবিষয়ক যে কোন অভিযোগ নিষ্পত্তিসহ এ সংক্রান্ত প্রয়োজনীয় সেবা সহজ করতে আঞ্চলিক পাসপোর্ট অফিসে একজন ফোকাল কর্মকর্তা নিয়োগ দিয়ে একটি হেল্পডেস্ক স্থাপনের অনুরোধ জানানো হয়।

চিঠিতে বলা হয়, ২৫ ফেব্রুয়ারি হজযাত্রী নিবন্ধনের সময় পাসপোর্টের আন্তঃসংযোগ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভায় একটি সিদ্ধান্ত নেয়া হয় যে, প্রতিবছরের মতো এ বছরও পাসপোর্টের প্রধান কার্যালয়সহ প্রত্যেক জেলা কার্যালয়ে হজযাত্রীদের পাসপোর্টের জন্য বিশেষ বুথ তথা হেল্পডেস্ক স্থাপন করা দরকার। প্রত্যেক কার্যালয় একজন কর্মকর্তার নাম ও মোবাইল নম্বর দেবে। এছাড়া আগারগাঁও কার্যালয়ে সেবা প্রদানকারী কর্মকর্তা হিসেবে উপ-পরিচালক শাহাদাত হোসেন ও সহকারী পরিচালক শাহজাহান কাজ করবেন।


ঢাকা/নঈমুদ্দীন/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়