ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘কোন প্রকল্পে সমস‌্যা হলে বিকল্প সমাধান খুঁজুন’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪১, ২ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘কোন প্রকল্পে সমস‌্যা হলে বিকল্প সমাধান খুঁজুন’

কোন প্রকল্পে সমস‌্যা হলে বিকল্প সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।

সোমবার বিকালে সচিবালয়ে 'সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ' প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় মন্ত্রী কর্মকর্তাদের এ আহ্বান জানান।

প্রকল্প বাস্তবায়নে গতানুগতিকতা পরিহার করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘গতানুগতিকতা পরিহার করলে উন্নয়ন বেরিয়ে আসবে। প্রকল্পের কোথাও সমস্যা সৃষ্টি হলে সে ক্ষেত্রে বিকল্প সমাধান ভাবতে হবে, খুঁজতে হবে। মনে রাখতে হবে সঠিক পরিকল্পনা ছাড়া কাজ এগিয়ে নেয়া যায় না।"

মৎস‌্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ‘শুধু চাকরি করাই আপনাদের কর্তব্য নয়। দারিদ্র্য দূরীকরণে দরিদ্র ও পীড়িত মানুষদেরকে আপনাদের সেবা দিতে হবে। দায়িত্বকে চাকরি নয়, সেবা মনে করতে হবে। মনে রাখবেন, কোন কিছুই অসম্ভব নয়। প্রয়োজন আন্তরিকতা ও সদিচ্ছা।’

মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. তৌফিকুল আরিফ, যুগ্ম-প্রধান মো. লিয়াকত আলী, প্রকল্প পরিচালক হাসান আহম্মেদ চৌধুরী এবং উপ-প্রকল্প পরিচালকগণ এ সময় উপস্থিত ছিলেন।


ঢাকা/নঈমুদ্দীন/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়