ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আদালত নিয়ে মন্তব্যের অধিকার নেই তাদের: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৭, ৫ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আদালত নিয়ে মন্তব্যের অধিকার নেই তাদের: তথ্যমন্ত্রী

পিরোজপুরে একজন জজকে বদলি করার বিরুদ্ধে যারা কথা বলেন, তাদের কঠোর সমালোচনা করেছেন  তথ্যমন্ত্রী  ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘যারা রাতের অন্ধকারে কোর্ট বসায়, প্রধান বিচারপতির দরজায় পদাঘাত করে, তারা আদালত নিয়ে কথা বলার অধিকার তারা রাখে না।

বৃহস্পতিবার (৫ মার্চ) চাঁপাইনবাবগঞ্জে পুরাতন স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তথ‌্যমন্ত্রী এসব কথা বলেন।

জেলা আওয়ামী লীগের ‘ত্রিবার্ষিক কাউন্সিল-২০২০’  উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

হাছান মাহমুদ বলে, ‘আপনারা জানেন, গতকাল পিরোজপুরে একজন জজকে বদলি করা হয়েছে।  আইনমন্ত্রী সেই বদলির ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু বিএনপি যেভাবে বিষয়টি নিয়ে গলাবাজি করছে, আমি বিএনপিকে অনুরোধ জানাবো একটু পেছনে ফিরে তাকানোর জন্য। বিএনপির আমলে ল’ ডিগ্রি নেই, এমন লোককেও তারা হাইকোর্টের জজ বানিয়েছেন। ধরা পড়ার পর পদত্যাগ করেছিলেন। বিএনপির আমলে একজন হাইকোর্টের জজ রাতের বেলা তার ঘরের মধ্যে কোর্ট বসিয়েছিলেন।  কোর্ট বসিয়ে দুই পাশে বিএনপির দুই নেতাকে নিয়ে বিএনপির পক্ষে রায় দিয়েছিলেন।'

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির আমলে তারা চিফ জাস্টিসের দরজার মধ্যে লাথি মেরেছে। বিএনপি আমলে জজের দিকে রাইপরাইটার ছুড়ে মেরেছিলেন  দলটির এমপি পাপিয়া।’

তথ‌্যমন্ত্রী বলেন, ‘দেশে আইন ও আদালত স্বাধীন। স্বাধীন হওয়ার কারণেই আমাদের দলের নেতাদের হাইকোর্টে ও জজ কোর্টে হাজিরা দিতে হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. মইনুদ্দীনের মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামিল উদ্দীন আহেমদ শিমুল এমপি,  ফেরদৌসি ইসলাম জেসি এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ প্রমুখ।


ঢাকা/আসাদ/হক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়