ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

গার্মেন্টসে মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করার দাবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৩, ৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গার্মেন্টসে মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করার দাবি

গার্মেন্টসসহ অন্যান্য বেসরকারি চাকরিজীবীদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার দাবি জানিয়েছে বাংলাদেশ কনফেডারেশন অব লেবার।

রোববার (০৮ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত 'প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার' শীর্ষক এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

সংগঠনের সভাপতি সুলতানা বেগম বলেন, ‘মানবাধিকার নিশ্চিত হলে নারীর অধিকার নিশ্চিত হবে। নারীদের সর্বক্ষেত্রে অধিকার ও সাম্য প্রতিষ্ঠা হয়নি। বিশ্বের প্রতিটি অঞ্চলে নারীদের এগিয়ে চলার প্রতিটি ধাপ আজও মসৃণ হয়ে ওঠেনি। তাই মানবাধিকারই নারীর অধিকার। সরকারি সেক্টরে মাতৃত্বকালীন ছুটি ছয় মাস থাকলেও গার্মেন্টস ও অন্যান্য সেক্টরের মাতৃত্বকালীন ছুটি চার মাস। এটি উন্নয়নের জন্য বাধা। তাই গার্মেন্টসসহ বেসরকারি খাতে মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করতে হবে।’

শ্রমিকের মানবধিকার কার্যকর সুরক্ষা উন্নয়ন কর্ম ক্ষেত্রে যৌন হয়রানি ও সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত করতে আইএলও কনভেনশন -১০২, ১৮৯ ও ১৯০ এ সরকারের অনুস্বাক্ষর করার আহ্বান জানান তিনি।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, কোষাধ্যক্ষ মাহাতাব উদ্দিন শহীদসহ আরো অনেকে।


ঢাকা/নূর/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়