ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কৃষিকে বাণিজ্যিকীকরণের পদক্ষেপ নিচ্ছে সরকার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৪, ১৫ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কৃষিকে বাণিজ্যিকীকরণের পদক্ষেপ নিচ্ছে সরকার

কৃষককে তার উৎপাদিত কৃষিপণ্য’র প্রত্যাশিত ন্যায্যমূল্য পাওয়া নিশ্চিত করতে সরকার কৃষিকে বাণিজ্যিকীকরণের উদ্যোগ নিচ্ছে।

জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। এজন্য কৃষি আধুনিকায়ন এবং যান্ত্রিকীকরনের ওপর গুরুত্বরোপ করেন তিনি।

রোববার (১৫ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

১৯৯৫ সালে বিএনপি সরকারের শাসনামলে সারের দাবিতে বিক্ষোভরত ১৮ জন কৃষককে গুলি করে মারার ঘটনার স্মরণে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ কৃষক লীগ। 

আব্দুর রাজ্জাক বলেন, ‘আওয়ামী লীগ যে নির্বাচনী ইশতেহার দিয়েছে, সেই ২১টি প্রতিশ্রুতির একটি হচ্ছে বাংলাদেশকে আমরা নিরাপদ ও পুষ্টি জাতীয় খাবারের নিশ্চয়তা দিতে চাই। এজন্য কৃষির আধুনিকায়ণ ও যান্ত্রিকীকরণ করতে এবং কৃষিকে বাণিজ্যিকীকরণ করতে কাজ করছে সরকার।’

কৃষিমন্ত্রী বলেন, ‘কৃষি যন্ত্রপাতিতে সরকার ৫০ শতাংশ ভর্তুকি দিচ্ছে, উৎসাহ টাকা দিচ্ছে। ১০ লাখ টাকা দাম হলে সরকার দেবে ৫ লাখ টাকা।  আর যদি উপকূলবর্তী এলাকায় যদি দাম হয় ১০ লাখ টাকা সরকার দেবে ৭ লাখ টাকা। এটা কে দেয়? আওয়ামী লীগ সরকার দেয়। এটাই হলো আমাদের অর্জন, সাফল্য।’

তিনি বলেন, ‘কৃষক রৌদ্রে পুড়ে, বৃষ্টিতে ভিজে কাজ করে অথচ তারা পণ্যের ন্যায্যমূল্য পায় না। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার চ্যালেঞ্জ আমরা অতিক্রম করেছি। এটি আমাদের অর্জন। কৃষির সম্ভাবনা অপার। এই সম্ভাবনাকেও কাজে লাগাতে সরকার পদক্ষেপ গ্রহণ করেছে।’

কৃষকের কাছে সার পৌঁছে দেয়ার ক্ষেত্রে বিএনপি সরকারের শাসনামল এবং আওয়ামী লীগ সরকারের শাসনামলের তুলনামূলক কর্মকাণ্ড উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, ‘সারের দাম ২৫ টাকা কেজি ছিল। আর বিএনপি সরকারের আমলে যখন মানুষ রক্ত দিয়েছে তখন ছিল ৯০টাকা। তার থেকে করেছিলাম ২৫ টাকা। সেখান থেকে গত ১৬ ডিসেম্বর থেকে দাম ১৬ টাকা করা হয়েছে।’

৭৫ থেকে ৮৬ পর্যন্ত এদেশে স্বৈরাচার সরকার ও সামরিক সরকার ছিল মন্তব্য করে আব্দুর রাজ্জাক বলেন, ‘এই সময়ে গণতন্ত্রের নামে সামরিক শাসন জারি করে তারা এদেশ শাসন করে। তারা ছিল জনগণ বিচ্ছিন্ন, কৃষক বিচ্ছিন্ন। তারা ছিল কয়েমি শাসকদের প্রতিনিধি। ৯৫ সালের বুলেটের জবাব ৯৬ সালে এদেশের মানুষ দিয়েছিল। ক্ষমতায় এসেই আওয়ামী লীগ সরকার কৃষকের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নেয়ায় মাত্র ৫ বছরে দেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হয়।’ 

কৃষিমন্ত্রী বলেন, ‘গত বছর বাংলাদেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হয়েছিল। সব সময়ই উদ্বৃত খাদ্য উৎপাদন হচ্ছে। আলুর উৎপাদন, ভুট্টার উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। ৫০ লক্ষ টন ভুট্টা উৎপাদন হয়েছে। গত বছর আলু উৎপাদন হয়েছে ১ কোটি ১০ লক্ষ টন। দেশের চাহিদার তুলনায় ৩০ হাজার নয় ৩০/৪০ লক্ষ আলু উৎপাদন বেশি উৎপাদিত হয়েছে।’

কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান। অনুষ্ঠানে ৯৫’ সালে সারের দাবিতে বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত ১৮ পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।


ঢাকা/পারভেজ/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়