ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

করোনা : ইউরোপীয় নাগরিকদের বাংলাদেশে প্রবেশ বন্ধ

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৫, ১৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা : ইউরোপীয় নাগরিকদের বাংলাদেশে প্রবেশ বন্ধ

পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত ইউরোপের দেশগুলো থেকে কোনো যাত্রী বাংলাদেশে প্রবেশ করতে পারবেন না।

সরকারের পূর্ব ঘোষিত এ সিদ্ধান্ত সোমবার (১৬ মার্চ) থেকে কার্যকর হচ্ছে।

জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণ রোধে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রেক্ষিতে দুপুর ১২টা থেকে এই নিয়ম কার্যকর হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশে সাময়িকভাবে প্রবেশ বন্ধ হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর নাগরিকদের। নিষেধাজ্ঞার বাইরে থাকবে শুধুমাত্র যুক্তরাজ্য। লন্ডন বাদে ইউরোপ থেকে যাত্রী আনতে পারবে না কোনো এয়ারলাইনস। এরপরও যদি কোনো যাত্রী আসে, তাহলে এয়ারলাইনসের খরচেই ফেরত পাঠানো হবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূ্ত্র জানায়, এ তথ্য সংশ্লিষ্ট সব দেশ ও এয়ারলাইনসকে জানিয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান গতকাল রোববার (১৫ মার্চ ) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে ঘোষণা দেন।

এর আগে গত শনিবার (১৪ মার্চ) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক ঘোষণায় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছিলেন, আগামী ৩১ মার্চ পর্যন্ত ইউরোপ ও করোনা আক্রান্ত দেশগুলো থেকে বাংলাদেশে কেউ আসতে পারবেন না।

এছাড়া বাংলাদেশ সব ধরনের অন-অ্যারাইভাল ভিসা বন্ধের ঘোষণা দেন তিনি।



ঢাকা/হাসান/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়