ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সকল টিটিসির প্রশিক্ষণ ৩১ মার্চ পর্যন্ত বন্ধ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৮, ১৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সকল টিটিসির প্রশিক্ষণ ৩১ মার্চ পর্যন্ত বন্ধ

ফাইল ফটো

প্রাণঘাতী হিসেবে দেখা দেওয়া করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার। এই সিদ্ধান্তের সাথে সংগতি রেখে দেশের সকল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রও বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার (১৬ মার্চ) জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক (প্রশিক্ষণ পরিচালনা) ড. প্রকৌশলী মো. সাখাওয়াৎ আলী স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

আদেশে বলা হয়, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) আওতাধীন আইএমটি এবং টিটিসিগুলোর সকল প্রকার শিক্ষা এবং প্রশিক্ষণ কার্যক্রম ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।

এর আগে এদিন দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেন।


ঢাকা/হাসান/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়