ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জাতীয় আর্কাইভস আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১৪, ১৭ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 জাতীয় আর্কাইভস আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

'বালাদেশ জাতীয় আর্কাইভস আইন -২০২০' এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ১৯৭২ সালে বাংলাদেশ জাতীয় আর্কাইভস প্রতিষ্ঠা করা হয়। পরে আইনি কাঠামোর আওতায় আনতে ১৯৮৩ সালের অধ্যাদেশ জারি করা হয়। জাতীয় আর্কাইভের নথি ও দলিল বিকৃত করলে তিন বছর সাজার বিধান রাখা হয়েছে।

তিনি আরো বলেন, এ আইনে আগে পরিচালক প্রধান ছিলেন। এখন মহাপরিচালক পদ সৃষ্টি করা হয়েছে। এছাড়া একটি পরিচালনা পরিষদ থাকবে এই আইনে।

সচিব বলেন, ‘এ আইন অনুমোদন হলে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের মূল উপাত্ত, সরকারি-বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, প্রশাসনিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ঐতিহাসিক গুরুত্বপূর্ণ তথ্য, সরকারি গেজেট, নকশা আলোকচিত্র অডিও-ভিডিও এবং পত্রিকাসহ গুরুত্বপূর্ণ ডকুমেন্টস নথিপত্র সংরক্ষণ করা যাবে।’

 

ঢাকা/আসাদ/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়