ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভোটার উপস্থিতি কম

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০৫, ২১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভোটার উপস্থিতি কম

ছবি : শাহীন ভূঁইয়া

ঢাকা -১০ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণের সময় এক ঘণ্টা পার হলেও ভোটার উপস্থিতি কম।

শনিবার (২১ মার্চ) রাজধানীর নিউমার্কেট এলাকার টিচার্স ট্রেনিং কলেজের ভোটকেন্দ্র ঘুরে এচিত্র দেখা গেছে।

ওই ভোটকেন্দ্রে আসা জুলফিকার আহমেদ মজুমদার নামে এক ভোটার রাইজিংবিডিকে বলেন, ‘নতুন পদ্ধতিতে (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএম) ভোট দিয়েছি। তাই একটু সময় লেগেছে।’  

একই কেন্দ্রের ২০৮ নম্বর বুথে ভোট দিয়েছেন রহিমা খাতুন। তিনি রাইজিংবিডিকে বলেন, ‘ইভিএমে ভোট দিয়েছি। প্রথমে দিতে পারছিলাম না। পরে ভোট নেওয়া এক স্যারের সহযোগীতায় ভোট দিয়েছি।’

সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ইমরান হোসেন রাইজিংবিডিকে বলেন, ‘করোনাভাইরাসের কারণে ভোটার উপস্থিতি কম। সকাল ১০টার পর ভোটার বাড়বে। এ পর্যন্ত ১৩টি ভোট কাস্ট হয়েছে।’

এ প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সকালে ভোট শুরুর পর বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটারের উপস্থিতি কম দেখা গেছে। ফলে নির্বাচনী কর্মকর্তা, পোলিং এজেন্ট আর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোটামুটি অলস সময় কাটাতে দেখা গেছে। এছাড়া জালভোট কিংবা হাঙ্গামার ঘটনাও ঘটেনি। কেউ অভিযোগও করেনি। ভোট কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থীর এজেন্ট ছাড়া অন্য কোনো দলের পোলিং এজেন্ট দেখা যায়নি।



ঢাকা/আসাদ/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়