ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বাড়ি ভাড়া মওকুফের দাবিতে রাজপথে হানিফ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০১, ২১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাড়ি ভাড়া মওকুফের দাবিতে রাজপথে হানিফ বাংলাদেশি

করোনা ভাইরাসের কারণে এক মাসের বাড়ি ভাড়া মওকুফের জন্য সরকার ও বাড়ির মালিকদের প্রতি আহবান জানিয়েছেন হানিফ বাংলাদেশি নামে এক ব্যক্তি।

করোনা ভাইরাসের কারণে ব্যবসা বাণিজ্যে ধস, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি, দৈনিক পেশাজীবীদের কর্মহীনতার কারণে তিনি এ আহবান জানান।

শনিবার (২১ মার্চ) রাজধানীর পল্টনে বাড়ি ভাড়া মওফুফ সংক্রান্ত প্লাকার্ড বহন করে তিনি এ দাবি জানান।

হানিফ নিজেকে বাংলাদেশ যুব পরিষদ, ভোটাধিকার আন্দোলন নামে দুটি সংগঠনের আহবায়ক বলে নিজের পরিচয় দেন।

নোয়াখালী মাইজদীর অধিবাসী হানিফ বলেন, ‘করোনা ভাইরাসের কারণে ইতোমধ্যে ছোট ব্যবসায়ী, দৈনিক পেশাজীবীরা কর্মহীন হয়ে পড়েছেন। এ অবস্থায় তাদের পক্ষে দৈনন্দিন ব্যয় নির্বাহ করা খুবই কঠিন হয়ে পড়েছে। তাই সরকার ও বাড়িওয়ালাদের প্রতি আমার আবেদন থাকবে, মানবিক দিক বিবেচনা করে অন্তত এক মাসের ভাড়া যেন ভাড়াটিয়াদের কাছ থেকে নেওয়া না হয়। একই সঙ্গে যারা চাকুরিচ্যুত হয়েছেন, কর্মহীন হয়ে পড়েছেন এবং ছোট ব্যবসায়ী তাদেরকে সরকারিভাবে সহযোগিতার আহ্বান জানাচ্ছি। সারা বিশ্বে বিভিন্ন দেশ তাদের অর্থনীতিকে বাঁচাতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, আমাদের সরকারকেও এমন পদক্ষেপ নেয়া উচিত বলে আমরা মনে করি।’

 

ঢাকা/মেহেদী/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়