ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দিয়াবাড়িতে কোয়ারেন্টাইন সেন্টার স্থাপনের সিদ্ধান্ত স্থগিত

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৪, ২১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দিয়াবাড়িতে কোয়ারেন্টাইন সেন্টার স্থাপনের সিদ্ধান্ত স্থগিত

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে আসা প্রবাসীদের কোয়ারেন্টাইনে রাখার জন্য রাজধানীর হাজীক্যাম্প এবং দিয়াবাড়িতে দুটি সেন্টার স্থাপন করার কথা ছিল। এরমধ্যে উত্তরার দিয়াবাড়ির কোয়ারেন্টাইন সেন্টার স্থাপনের সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, কোয়ারেন্টাইন সেন্টারটি স্থানান্তর করা হবে। এ বিষয়ে পরবর্তীতে সরকারের সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলাপ করে স্থান নির্ধারণ করা হবে।

সূত্র আরো জানায়, এ বিষয়ে শনিবার বিকেলে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকের সিদ্ধান্তের আলোকে আগামীকাল যে কোনো সময় আইএসপিআরের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হতে পারে।

দেশের করোনাভাইরাস সংক্রমণ রোধে বিদেশ থেকে আসা সব যাত্রীকে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইন রাখার সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে বিমানবন্দরে আসার পরেই প্রাথমিক পরীক্ষা শেষে তাদের সেন্টারগুলোতে পাঠানোর সিদ্ধান্ত হয়।

 

ঢাকা/হাসান/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়