ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আশা করি ইসি জনস্বার্থকে প্রাধান্য দেবে: সেতুমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৫, ২১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আশা করি ইসি জনস্বার্থকে প্রাধান্য দেবে: সেতুমন্ত্রী

নির্বাচন ক‌মিশন (ইসি) সস্পূর্ণ স্বাধীন প্রতিষ্ঠান বলে মন্তব‌্য করেছেন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  তিনি বলেন, ‘ইসিকে এখন দা‌য়িত্বশীল ভূ‌মিকা পালন করতে হবে।  আশা ক‌রি, ভবিষ‌্যতে ইসি জনস্বার্থকে প্রাধান‌্য দেবে।’

শনিবার ( ২১ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে  দলের ‘ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটি’র উদ‌্যোগে সাংবা‌দিকদের মধ‌্যে করোনা প্র‌তিরোধক সামগ্রী বিতরণের সময় সেতুমন্ত্রী এসব কথা বলেন।

করোনা প‌রি‌স্থি‌তির মধ‌্যে সি‌টি নির্বাচনসহ অন্যান্য নির্বাচন পেছানোর সুযোগ আছে কিনা, সাংবা‌দিকদের এমন প্র‌শ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘নির্বাচন নিয়ে আমি আগেই বলেছি। বিষয়টি ইসির এখতিয়ার। ইসিতে যারা আছেন, তারাও মানুষ।  তারা কোনো বি‌চ্ছিন্ন দ্বীপের বা‌সিন্দা নন।’

সেতুমন্ত্রী বলেন, ‘‌নির্বাচন হবে কি না, শি‌ডিউল পেছাবে কি না, নির্বাচন কবে হবে, এসব বিষয় সরকার নির্ধারণ করে না।  নির্বাচন করবে ইসি।  সরকারের  সহযোগিতা করবে।’

দেশের করোনার প্রাদুর্ভাবের মধ‌্যে নির্বাচন আয়োজন নিয়ে ইসিকে আওয়ামী লীগ কোনো পরামর্শ দেবে কি না, এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘ইসিতে  যারা আছেন, তারাও এদেশের মানুষ।  এ দেশের মানুষকে বাদ দিয়ে ইসি কাজ করে না।  আশা করি, বিষয়টি নিয়ে ইসি ভাববে।’

ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা  আতঙ্কের মধ‌্যেও সকাল বেলা ভোটকেন্দ্রে ভোট দিতে এসেছেন। আমরা কিছু কর্মসূ‌চি সী‌মিত করেছি, কিছু কর্মসূ‌চি স্থ‌গিত করে‌ছি। কিন্তু জীবনের সব কিছু তো থেমে থাকবে না।  জীবন থাকবে, কর্ম থাকবে।  মানু‌ষকে বেঁচে থাকতে হবে।  বেঁচে থাকার জন্য যা যা করণীয়, তার সবই করতে হবে।  সঙ্গে সঙ্গে শত্রুকেও মোকা‌বিলা করতে হবে। ’

করোনাকে ভয়ঙ্কর শত্রু  আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘করোনা এমন কোনো শত্রুশ‌ক্তি নয়, যাকে পরা‌জিত করা যাবে না।  আমরা করোনা চেয়ে শ‌ক্তিশালী। জা‌তি হিসেবেও আমরা শ‌ক্তিশালী।  আমাদের সম্মিলিত, সম‌ন্বিত ও সতর্ক উদ‌্যোগের মাধ‌্যমে এই ভাইরাসকে প্রতিহত করতে হবে।’

সেতুমন্ত্রী বলেন, ‘আত‌ঙ্কিত হলে সমস্যার সমাধান হবে না।  গুজবে কান দিলে  চলবে না।  স্বাস্থ্যবি‌ধি সতর্কভাবে মেনে চলতে হবে।  এই মুহূর্তে আমাদের সবার কাজ স্বাস্থ্যবি‌ধি সতর্কভাবে মেনে চলা।’

ডাক্তার-নার্সরা নিরাপত্তা সামগ্রী পাচ্ছেন না, সাংবা‌দিকদের এমন প্রশ্নের জবাব ওবায়দুল কাদের বলেন, ‘যখন ডেঙ্গু হয়ে‌ছিল, তখন আমাদের ডাক্তাররা নিজেদের সক্ষমতা প্রমাণ করেছেন। ’

দেশের ডাক্তারদের সাহসী উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘আজকে নিরাপত্তা সামগ্রী যথাযথভা‌বে সরবরাহ করে তারা দুঃসাধ্য সাধন করতে পারেন, সেটার প্রমাণ অতীতেও তারা রেখেছেন।’  করোনা প্র‌তিরোধেও ডাক্তাররা যথাযথভাবে দায়িত্বপালন করবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।


ঢাকা/পারভেজ/হক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়