ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

করোনা মোকাবিলায় ৭ চ‌্যালেঞ্জ

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২২, ২৪ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা মোকাবিলায় ৭ চ‌্যালেঞ্জ

মহামারি করোনা মোকাবিলার পথে অন্তত সাতটি চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, চ্যালেঞ্জগুলো হলো হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারা, জনসমাবেশ, গুজব ছড়িয়ে পড়া, সচেতনতার অভাব, অনিরাপদ গণপরিবহন, তথ্যগোপন, দেশে ফেরার পর প্রবাসীদের পাশাপাশি অন্য সন্দেহভাজনরা কোয়ারেন্টাইন না মানা। তারা বলছেন, এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে না পারলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে।

সম্প্রতি ঢাকা-১০সহ দেশের তিন আসনে উপনির্বাচনে গণজমায়েত নিয়েও বেশ সমালোচনা হয়। এই বিষয়ে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘বাস্তবতা বড় নিষ্ঠুর-কঠিন। আমরা চেষ্টা করেছি সচেতনতা বাড়াতে। আমাদের এখানে হ্যান্ডশেক না করলে অনেকে মন খারাপ করেন। পরিবেশগত কারণেই আমাদের এমন স্বভাব। তবে, ধীর ধীরে সচেতনতা বাড়বে।’

জানতে চাইলে প্রিভেন্টিভ মেডিসিন বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী বলেন, ‘হোম কোয়ারেন্টাইন এখনো ঠিকমতো নিশ্চিত করা হয়নি। এটি নিশ্চিত করতে হবে। না হলে ভাইরাস আরও ছড়িয়ে পড়বে। গণপরিবহন এই রোগ ছড়ানোর প্রধান মাধ্যম। এ জন্য গণপরিবহনে নিয়মিত জীবানুনাশক স্প্রে করতে হবে।’

চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ উল্লেখ করে ডা. লেলিন চৌধুরী বলেন, ‘চিকিৎসকরা নিয়মিত রোগী ও তাদের স্বজনদের সংস্পর্শে আসেন। কোনো চিকিৎসক যদি করোনা-আক্রান্তকে সুরক্ষা পোশাক ছাড়া ডিল করার পরে অন্যদের কাছে যান, তাহলে তাদেরও সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকে।’

বিশ্বব্যাপী করোনা ছড়িয়ে পড়ার পর নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মনিটরিং করছেন গণমাধ্যমকর্মী প্রশান্ত মিত্র। তিনি বলেন, ‘মানুষ ভুল তথ্য দ্রুত বিশ্বাস করে। করোনা নিয়ে একটি গুজব ছড়ালে সেটি রাতারিত ভাইরাল করে দেয়। খুলনায় করোনা প্রতিরোধে একজন মূর্তি নিয়ে ঘুরছেন। তার পেছনে আরও অনেকেই ঘুরছেন। এরপর আরও আছে। থানকুনি নাকি করোনা প্রতিরোধে সক্ষম। তাই গুজবে থানকুনি পাতার দামও বেড়ে গেছে।’ তিনি বলেন, ‘আমাদের বড় চ্যালেঞ্জ গুজব, অন্ধ বিশ্বাসের মতো বিষয়গুলো। এসব মনিটরিং করে প্রশাসনকে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে। গণজমায়েত ঠেকাতে হবে। প্রবাসীসহ সন্দেহভাজনদের কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে।’ অথচ এসবের কিছুই মান হচ্ছে না বলে তিনি অভিযোগ করেন।     

এই বিষয়ে জানতে চাইরে গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘এই রোগ যেন ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে না পারে, সে ব্যাপারে সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। হাট-বাজার, রাস্তা-ঘাট, বাসস্ট্যান্ডে সন্দেহভাজনদের আলাদা করতে হবে। মসজিদ-মন্দির-প্যাগোডা-চার্চে প্রবেশের সময় ভালোভাবে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করতে হবে। করোনা সচেতনতায় গণজমায়েত ডেকে লিফলেট বিতরণ করা বন্ধ করতে হবে।’

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, ‘সার্বিক চ্যালেঞ্জগুলোর মধ্যে হাসাপাতালগুলোতে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।’ না হলে এই সংক্রমণ ঠেকানো আরও কঠিন হবে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

 

ঢাকা/নূর/এনই

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়