ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

অসুস্থদের বাসা-বাড়িতে নামাজ আদায় করতে মসজিদ থেকে মাইকিং

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৮, ২৭ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অসুস্থদের বাসা-বাড়িতে নামাজ আদায় করতে মসজিদ থেকে মাইকিং

করোনা রোধে জুমার নামাজের জন্য অসুস্থদের মসজিদে না আসার পরামর্শ দিয়ে মসজিদ থেকে মাইকিং করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১১টা থেকে ফকিরাপুল, পল্টন, সেগুনবাগিচাসহ রাজধানীর বিভিন্ন এলাকার মসজিদের ইমাম ও মোয়াজ্জিনরা মাইকিং করে মুসল্লিদের এই পরামর্শ দেন।

ইমাম-মুয়াজ্জিন বলেন, ‘মসজিদে ঠিক দুপুর দেড়টার দিকে পবিত্র জুমার নামাজ অনুষ্ঠিত হবে। আপনারা যারা বয়োবৃদ্ধ, সর্দি কাশিতে অসুস্থ, যারা বিদেশফেরত, তারা দয়া করে মসজিদে আসবেন না। নিজেদের বাসা-বাড়িতে নিরাপদে জোহরের নামাজ আদায় করবেন। আপনারা অসুস্থ অবস্থায় মসজিদে এলে অন্যরা আক্রান্ত হতে পারেন।’

মুসল্লিদের উদ্দেশে তারা আরও বলেন, ‘আপনারা যারা জুমার নামাজ পড়বেন, তারা বাসায় অজু করে সুন্নাত পড়ে আসবেন। মসজিদে শুধু ফরজ নামাজের জামাতে শরিক হবেন। এরপর বাকি সুন্নাত বাসায় গিয়ে আদায় করবেন।’ 

মসজিদে-মসজিদে মাইকিং করায় ইমাম-মোয়াজ্জিনদের ধন্যবাদ জানিয়ে ইসলামিক ফাউন্ডেশনে মহাপরিচালক আনিস মাহমুদ বলেন, ‘বিষয়টি  ইতিবাচক। ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা অনুসরণ করে মসজিদে-মসজিদে এভাবে প্রচার করলে স্থানীয় মুসল্লিরা সচেতন হবেন। তাহলে সরকারের পক্ষে করোনা মোকাবিলা সহজ হবে। এজন্য সরকারি নির্দেশনা মেনে সবাইকে একযোগে কাজ করতে হবে।’

মসজিদ বন্ধ করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বলেন, ‘এই মুহূর্তে মসজিদ বন্ধের পরিস্থিতি হয়নি। তবে, পরিস্থিতি বিবেচনা করে করোনা থেকে বাঁচতে মুসল্লি ও জনগণের সুরক্ষায় আরও কী করা যায়, দেশের বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে পরবর্তী নির্দেশনা দেবো।

উল্লেখ্য, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্ত অনুযায়ী, এই মুহূর্তে মসজিদ খোলা থাকবে। তবে, সীমিত জমায়েতের মাধ্যমে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ বিভিন্ন মসজিদে পবিত্র জুমার নামাজ অনুষ্ঠিত হবে। নামাজ শেষে করোনা থেকে মুক্তি কামনায় আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হবে।

 

ঢাকা/নঈমুদ্দীন/এনই

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়