ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

৩ রুটে এখনই ফ্লাইট বন্ধ হচ্ছে না

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৭, ২৭ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৩ রুটে এখনই ফ্লাইট বন্ধ হচ্ছে না

বাংলাদেশের অবস্থানরত বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিক ও নাগরিকদের যাওয়ার জন্য বাংলাদেশ থেকে আন্তর্জাতিক চারটি দেশের ফ্লাইট চালু ছিল।

এরমধ্যে যুক্তরাজ্যের (লন্ডন ও ম্যানচেস্টার) সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করা হলেও বাকি তিনটি দেশের ফ্লাইট এখন স্থগিত হচ্ছে না।

শুক্রবার (২৭ মার্চ) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা রাইজিংবিডিকে এই তথ্য জানিয়েছেন।

দেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের যাতায়াত নিরবিচ্ছিন্ন করার লক্ষ্যে এসব ফ্লাইট চালু রাখার পাশাপাশি চার্টার্ড ফ্লাইট চালুরও অনুমতি দেয়ার কথা আছে। কিন্তু সরকারের সিদ্ধান্তের প্রেক্ষিতে যুক্তরাজ্যের দুটি রুটের ফ্লাইট আপাতত স্থগিত করা হয়েছে। বাকি তিন রুট এখনই বন্ধের সিদ্ধান্ত নেই সরকারের।

করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যুক্তরাজ্যের লন্ডন ও ম্যানচেস্টার রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ ঘোষণা করেছে। ফলে, বাংলাদেশের সঙ্গে শুধু হংকং, চীন ও থাইল্যান্ডের প্লেন যোগাযোগ চালু রয়েছে।

তবে, নির্দিষ্ট দেশের দূতাবাসের মাধ্যমে সে দেশের নাগরিকরা বিশেষ ফ্লাইটে ফিরতে পারবেন। বিশেষ ফ্লাইটের জন্য বাংলাদেশ সরকার অনুমতি দেবে বলে এর আগে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।


ঢাকা/হাসান/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়