ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মিরপুরে কারখানা বন্ধের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৯, ২৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিরপুরে কারখানা বন্ধের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

রাজধানীর মিরপুরে গার্মেন্টস বন্ধের দাবিতে শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ করেছে।

প্রায় একঘণ্টা বিক্ষোভ করা কালে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

শনিবার (২৮ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাকিজুর রহমান রাইজিংবিডিকে বলেন, শনিবার দুপুর ১২ টার দিকে মিরপুর ২ নম্বরের সিরাজগঞ্জ গার্মেন্টসের শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ করেন। পরে তাদের কারখানার ভেতর নিয়ে যাওয়া হয়। একই সঙ্গে মালিক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সেটি কীভাবে বন্ধ করা যায় সে প্রক্রিয়া চলছে।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, করোনাভাইরাসের কারণে সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের কারখানা খোলা রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

গত কয়েকদিন ধরে তারা কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলে আসছিল, এই সময় কারখানা যেন খোলা না রাখে। কিন্তু কারখানা কর্তৃপক্ষ সেটি বন্ধ না করায় আজ রাস্তায় নেমে প্রতিবাদ করেছে তারা।

 

ঢাকা/মাকসুদ/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়