ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সামাজিক কাজ করতে পুলিশ কমিশনারের নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৪, ২৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সামাজিক কাজ করতে পুলিশ কমিশনারের নির্দেশ

করোনাভাইরাস থেকে জনগণকে রক্ষা করতে কাজ করছে পুলিশ।  বিভিন্ন হাসপাতালে ফোন করে চিকিৎসকদের তথ্য নিচ্ছে।  একই সঙ্গে নিত্যপণ্যের দোকান খোলা, জরুরি সেবাদানকারি পরিবহন চলাচলে নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম।

এদিকে এ বিষয়ে জানতে শনিবার (২৮ মার্চ) বিকেলে কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলামকে ফোন করা হলে তাকে পাওয়া যায়নি।

ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান মাসুদুর রহমান বলেন, ‘এই সময় যেন জনগণ ভোগান্তিতে না পড়েন সেজন্য পুলিশকে নানা সামাজিক কাজ করতে নির্দেশ দিয়েছেন কমিশনার।  থানা এলাকার হাসপাতালগুলো যেন সার্বক্ষণিক চিকিৎসা নিশ্চিত করা যায় সেজন্যও কাজ করছে পুলিশ।’

মোহাম্দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ রাইজিংবিডিকে বলেন, ‘আমার এলাকায় কোনও সরকারি হাসপাতাল নেই। তারপরও বেসরকারি হাসপাতালগুলোতে কে কে চিকিৎসক-নার্স আছেন তাদের বিষয়ে জানতে চাওয়া হয়। এগুলো মূলত রোগী হাসপাতালে তাৎক্ষণিক চিকিৎসা পায় সে ব্যবস্থার জন্য।’

নাম প্রকাশ না করার শর্তে আরেক ওসি জানান, জরুরি প্রয়োজনে যেন চিকিৎসকদের পাওয়া যায়, এ কারণে এসব তথ্য নেওয়া হয়েছে।

এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এক আদেশে বলছেন, করোনা সচেতনতামূলক কাজের সঙ্গে সামাজিক কাজও করতে হবে এই সময়।  এ কারণে এলাকার হোটেল, বেকারিসহ নিত্যা প্রয়োজনীয় দোকান খুলতে এবং এর স্টাফরা যেন স্বাভাব্কিভাবে চলাচল করতে পারে সে ব্যবস্থা করা।  প্রয়োজনে ক্রেতাকে তার পণ্য বাড়ি পৌঁছে দিতে হবে।  একই সঙ্গে এসব কাজ করার সময় পেশাদারিত্বের আচরণ করতে হবে। তবে করতে হবে নিজেদের নিরাপদ দূরত্ব বজায় রেখে।  কমিশনার এসব কাজ নিশ্চিত করতে উপ-পুলিশ (ডিসি) কমিশনাদের নির্দেশ দিয়েছেন।

 

 

ঢাকা/মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়