ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দরিদ্রদের পৌনে দুইকোটি টাকার সহায়তাসহ ডিএনসিসির গুচ্ছ উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৪, ২৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দরিদ্রদের পৌনে দুইকোটি টাকার সহায়তাসহ ডিএনসিসির গুচ্ছ উদ্যোগ

করোনা প্রতিরোধ এবং এই সংকটে দরিদ্রদের এক কোটি ৭২ লাখ টাকার সহায়তাসহ এক গুচ্ছ উদ্যোগ বাস্তবায়ন করছে ঢাকা উত্তর সিটি করপোরশেন (ডিএনসিসি) ।

শনিবার সন্ধ্যায় ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এম এম মামুন বলেন, ‘সড়কে আমাদের নিয়মিত তরল জীবাণুনাশক ছিটানো হচ্ছে। আজ আটটি গাড়ি দিয়ে এক লাখ ৩০ হাজার লিটার তরল জীবাণুনাশক ডিএনসিসির ১৯ লাখ ৫০ হাজার বর্গফুট এলাকায় ছিটানো হয়েছে। প্রতিটি ওয়ার্ডের অলিগলিতে, মসজিদের সামনে মশক নিধনকর্মীরা হ্যান্ড স্প্রে ও হুইলব্যারো মেশিনের মাধ্যমে তরল জীবাণুনাশক স্প্রে করেছেন।’

জনগণকে সচেতন করার জন্য প্রতিটি ওয়ার্ডে মাইকিং ও ডিএনসিসির ফেসবুক পেজে প্রচারণা চালানো হয়েছে।

তিনি বলেন, ‘আজ ২৮ হাজার ৮০০ অসহায়, ছিন্নমূল ও দুঃস্থ পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু এবং ১ লিটার তেল বিতরণ করা হবে। এতে প্রতি পরিবারে ৬০০ টাকার সহায়তা পাচ্ছে। ৫৪জন ওয়ার্ড কাউন্সিলর এবং ১৮জন সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরের মাধ্যমে মোট ১ কোটি ৭২ লক্ষ ৮০ হাজার টাকার খাদ্যদ্রব্য বিতরণ করা হবে।’

এছাড়া ডিএনসিসির প্রতিটি পরিচ্ছন্নতাকর্মী এবং মশকনিধনকর্মীকে দুইটি করে সাবান বিতরণ ও সেনাবাহিনীর সঙ্গে যৌথ টহল দেওয়া হয়েছে বলে জানান তিনি।


ঢাকা/নূর/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়